শাখার উদ্বোধন করেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপক (মানব সস্পদ বিভাগের প্রধান) শাহ সৈয়দ আব্দুল বারি
বাবুগঞ্জে ন্যাশনাল ব্যাংকের শাখা উদ্বোধন
বরিশালের বাবুগঞ্জ উপজেলার (নূর প্লাজা রহমতপুর বাজার) ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১৯৬তম শাখা উদ্ধোধন করা হয়েছে। গত রবিবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপক (মানব সস্পদ বিভাগের প্রধান) শাহ সৈয়দ আব্দুল বারি। শাখার ব্যবস্থাপক আসাদুল হক’র সভাপতিত্বে ও রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, ব্যাংকের আইন উপদেষ্টা ও সাবেক জেলা জজ মিয়া মোঃ আলী আকবর আজিজি, সাবেক ব্যাংক পরিচালক আলহাজ্জ্ব এ্যাডঃ নূর মোহাম্মদ হাওলাদার, খুলনা জোনের আঞ্চলিক প্রধান এমডি আঃ মান্নান, বরিশাল জেলার শাখা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তা স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।