|
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশেষ ত্যাগ করেন
বানারীর পাড়াদেশ মাতৃকার সাহসী সন্তান জয়নাল আবেদিন আর নেই
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বীর সেনানী, বানারীপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন গতকাল সকাল ৪.৩০মিঃ এর সময় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশেষ ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার নামাজে জানাজা আছর’বাদ বানারীপাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে রাস্ট্রীয় মর্যাদায় তাকে স্যালুট জানানো হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এই বীরের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বানারীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ, মাননীয় সাংসদ এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুচ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপ্তি কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শাহে আলম,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোঃ হাবিবুর রহমান খান, বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি এবং সাবেক হ্যাট্রিক বিজয়ী পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, আওয়ামীলীগ নেতা ফাইয়াজুল হক রাজু , পৌর মেয়র এ্যাডঃ সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, ৫নং ওয়ার্ড কমিশনার এবং প্যানেল মেয়র আকবর হোসেন সরদার, বানারীপাড়া প্রেস ক্লাব, বানারীপাড়া বাজার কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান, সম্পাদক আরিফুল ইসলাম তসলিম, আলফা মালিক ও শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
মোঃ আনিছুর রহমান মিলন, অতিথি প্রতিবেদক
Post Views:
১৪৬
|
|