৫০ শয্যা বিশিষ্ট্য একটি হাসপাতালে মাত্র একজন ডাক্তার সেবা প্রদান করেন
বানারীপাড়া হাসপাতালে জনতার বিক্ষোভ
মোঃ আনিছুররহমান মিলন : বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে গতকাল সকালে চিকিৎসা সেবা না পেয়ে সাধারন জনতা বিক্ষোভ শুরু করলে খবর পেয়ে সেখানে সাথে সাথে ছুটে আসেন বানারীপাড়া পৌর সভার তিন তিনবার নির্বাচিত সাবেক সফল মেয়র ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা। তিনি হাসপাতাল এসে জনতাকে শান্ত করেন এবং এর সমাধান কল্পে তাৎক্ষনিক সিভিল সার্জন ডাক্তার মনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করেন। সিভিল সার্জন মনোয়ার হোসেন সে সময় কোন এক মিটিংএ থাকায় বিস্তারিত বলতে না পারলেও এর প্রতিকার করার আশ্বাস দেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আইরিন তামান্না তন্নী’র সাথে কথা বলেন গোলাম সালেহ মঞ্জু মোল্লা। ডাক্তার তন্নী জানান হাসপাতালে আজকে অন্য কোন ডাক্তার না থাকায় সব রোগীকেই আমার একা সামলাতে হচ্ছে এবং হাসপাতালে ভর্তি রোগীদেরকে ও আমাকে চিকিৎসা প্রদান করতে হচ্ছে। এ সময় সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা বলেন, একজন ডাক্তারের পক্ষে কোনমতেই এই সবকিছু সামলানো সত্যিই দুষ্কর। বানারীপাড়া হাসপাতালের চিকিৎসা সংকট নিয়ে গতকাল একটি সংবাদ প্রকাশিত হয়। গত সোমবার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ছিল মাত্র ২ জন, গতকাল সেখানে কর্তব্যরত ডাক্তার ১ জন। ৫০ শয্যা বিশিষ্ট্য একটি হাসপাতালে মাত্র একজন ডাক্তার সেবা প্রদান করেন। এ ব্যাপারে সিভিল সার্জন ডাক্তার মনোয়ার হোসেনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান সে একটা ওয়ার্কশপে আছে পরে কথা বলবে। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলামের সাথে এ ব্যাপারে কথা বললে তিনি হাসপাতালে গিয়ে পরিস্থিতি দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবেন বলে জানান। বিক্ষোভের খবর পেয়ে হাসপাতালে আসেন বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন ও এস আই জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত জনতাদের উদ্দেশ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন সবাইকে এর সুষ্ঠ সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে অচিরেই ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন।