প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বানারীপাড়া হরিসভা মন্দিরে ক্যাপ্টেন এম মোয়াজ্জেমের ১ লক্ষ টাকা অনুদান
Sunday September 16, 2018 , 5:56 pm
তিনি অসাম্প্রদায়িক সম্প্রতির বন্ধন অটুট রাখার জন্য সকলকে আহবান জানান
বানারীপাড়া হরিসভা মন্দিরে ক্যাপ্টেন এম মোয়াজ্জেমের ১ লক্ষ টাকা অনুদান
মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়া ঐতিহ্যবাহী কেন্দ্রীয় হরিসভা মন্দিরের উন্নয়নে নগদ ১ লাখ ১৯ হাজার টাকার অনুদান দিয়েছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল। মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী লোকনাথ বক্ষ্মচারীর ২৮৮ তম আবির্ভাব উৎসব উপলক্ষে ১১ দিন ব্যাপি অনুষ্ঠানের শেষ দিন পদাবলী র্কীত্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ অনুদান প্রদান করেন তিনি। এসময় তিনি ১ লাখ টাকা মন্দিরের উন্নয়ন কাজে, কীর্তনের তিনটি দলকে ৫ হাজার করে ১৫ হাজার ও মন্দিরের দুই পুজারিকে ২ হাজার করে মোট ১ লাখ ১৯ হাজার টাকা প্রদান করেন। অতিথির বক্তৃতায় ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সস্প্রীতির বন্ধনে আবদ্ধ। আমরা সব ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করে একই সাথে ঈদ ও পুজার উৎসব পালন করে থাকি। এমন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি পৃথিবীতে বিরল দৃষ্টান্ত। এসময় তিনি অসাম্প্রদায়িক সম্প্রতির বন্ধন অটুট রাখার জন্য সকলকে আহবান জানান। তিনি বলেন, আধুনিক ও উন্নত বাংলাদেশ বিনির্মানে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে জয়ী করার বিকল্প নেই। প্রার্থি যেই হোক না কেন, তার পক্ষে কাজ করার আহবান জানান।