|
অবৈধ যান চলাচলের জন্য এ রকম ছোট বড় দুর্ঘটনা প্রায়শঃই হয়ে থাকে
বানারীপাড়া সড়ক দুর্ঘটনায় আহত ৪
বানারীপাড়া পৌর শহরের ফায়ার সার্ভিস অফিসের পাশে গত মঙ্গল বার রাত আনুমানিক ৭.৩০ মিঃ এর সময় মাহেন্দ্রা ও ট্রলি গাড়ীর সংঘর্ষে মাহেন্দ্রা গাড়ীর ৪ যাত্রী গুরুতর আহত হয়। আহত যাত্রীদের মধ্যে টুম্পা হালদার(২৮), বাড়ী আটঘর কুড়িয়ানা, তাকে আশংকা জনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্য আহত যাত্রীরা হল, নিতাই মিস্ত্রী(৫৫) ও তার স্ত্রী ঝর্না (৪৫) বাড়ী বাইশারী দত্তপাড়া, অন্য এক যাত্রী বিপুল কান্তী বোস (৫৮) পারাবাত-১২ লঞ্চের কেরানী, পৌর শহরের নাথ পাড়ায় বাসা , এরা সবাই বানারীপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে। এখানে উল্লেখ্য যে, বানাড়ীপাড়ায় বিভিন্ন প্রকারের অবৈধ (সরকার কর্তৃক নিষিদ্ধ ) যান চলাচলের জন্য এ রকম ছোট বড় দুর্ঘটনা প্রায়শঃই হয়ে থাকে । এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা নির্বাক। এ ব্যাপারে সাধারন জনমনে প্রশ্ন দেখা দেয়।
মোঃ আনিছুর রহমান মিলন, অতিথি প্রতিবেদক
Post Views:
৭২
|
|