প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বানারীপাড়া স্বরূপকাঠি সড়কে ট্রলির আঘাতে এক শিশুর মৃত্যু
Monday February 12, 2018 , 7:58 pm
অবৈধ ট্রলিটি বেপরোয়া ভাবে এসেই শিশুটিকে আঘাত করে চলে যায়
বানারীপাড়া স্বরূপকাঠি সড়কে ট্রলির আঘাতে এক শিশুর মৃত্যু
বানারীপাড়া উপজেলায় তিন মাসের ব্যবধানে অবৈধ ট্রলির জন্য প্রান হারালো ৩ জন। গতকাল (১১-০২-১৮) বেলা দুইটার দিকে বানারীপাড়া স্বরূপকাঠি সড়কে মাছরং গ্রামের আর এক ট্রলি ড্রাইভার নজরুল ইসলামের শিশু পুত্র জাকারিয়া নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ ট্রলিটি বেপরোয়া ভাবে এসেই শিশুটিকে আঘাত করে চলে যায়। ঘাতক ট্রলির মালিক বা ড্রাইভারের নামে থানায় কোন মামলা দায়ের করা হবে না বলে জানান নিহত জাকারিয়ার পরিবার।