|
এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে
বানারীপাড়া সার বীজ ও পাওয়ার-টিলার বিতরণ
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষিখাতে ভর্তুকি দিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষকদের মাঝে বিনামুল্যে সার বীজ বিভিন্ন কৃষি উপকরন দিয়ে আসছে। তারই ধারাবাহিকতা বজায় রেখে গতকাল বানারীপাড়া উপজেলা কৃষি অফিস কর্তৃক বিনামূল্যে কৃষকদের মাঝে সার বীজ ও পাওয়ার-টিলার বিতরণ করা হয়। বিকাল ৩ টায় বরিশাল-২ আসনের সাংসদ এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে পাওয়ার-টিলার ও সার বীজ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম, বানারীপাড়া পৌরসভার সাবেক হ্যাট্রিক বিজয়ী মেয়র, উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌর মেয়র এ্যাডঃ সুভাষ চন্দ্র শীল,সহকারী কমিশনার (ভুমি) বিপুল চন্দ্র ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিউল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাসলিমা হোসেন ফ্লোরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শরীফ উদ্দীন আহম্মেদ কিসলু, ব্লক সুপার ভাইজার মোঃ আনোয়ার হোসেন। এ সময় বক্তাগন বলেন, বাংলাদেশ যে আজ উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে তার সম্পূর্ণ কৃতিত্বই বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। তাই এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামীলীগ তথা জননেত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসাতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া প্রতিনিধি
Post Views:
১,৩৯১
|
|