মোঃ আনিছুর রহমান মিলন : গত বুধবার রাত আনুমানিক ১টা ৩০মিঃ এর সময় বানারীপাড়া উপজেলার উদয়কাঠী শেরেবাংলা বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে বাজারের ৬টি ঘর ভস্মিভূত হয়ে যায়। সরোজমিনে জানা যায় প্রথমে মোঃ মনির হোসেনের মুদির দোকান থেকে শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হয় এবং আগুন দুদিকে ছড়িয়ে গিয়ে আব্দুল মালেকের মুদি দোকান, সুলতান বেপারির মুদির দোকান, মোঃ শরীফের কম্পিউটারের দোকান, মোঃ শফিকুল ইসলামের গার্মেন্টসের দোকান এবং সাইদুর রহমানের ফার্মেসী আগুনে পুড়ে একেবারে ভস্মিভূত হয়ে যায়। এতে আনুমানিক প্রায় ২৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। আগুনের খবর পেয়ে সেখানে পরিদর্শনে যান বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা অয়ন সাহা এবং বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা। বানারীপাড়া/উজিরপুর বরিশাল-২ আসনের সাংসদ এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল দেওয়ার ঘোষনা দেন এবং উপজেলা নির্বাহী অফিসার বলেন, ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে সরকারীভাবে যে অনুদান নির্ধারণ করা আছে আমি সেটাই যাতে পায় তার জন্য সুপারিশ করব।