বাঁধের কাজ শেষ হলে বানারীপাড়া বাজারের পরিধিও অনেক বেড়ে যাবে
বানারীপাড়া শহর রক্ষা বাঁধের কাজ এগিয়ে চলছে
বানারীপাড়া সন্ধ্যা নদীর তীরে অবস্থিত বানারীপাড়া বাজার। বাংলাদেশের মধ্যে ধান চালের জন্য প্রসিদ্ধ ব্যাবসা কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। কালের বিবর্তনে সে ঐতিয্য এখন ইতিহাসে পরিণত হয়েছে। অনেক বছর আগে এই বাজারের অনেকাংশ নদী গর্ভে চলে গিয়েছিল। প্রকৃতির লীলাখেলায় সেই নদীতে আবার আস্তে আস্তে প্রায় অর্ধ কিলোমিটার চর পরে। বানারীপাড়া পৌরসভার সাবেক হ্যাট্রীক বিজয়ী মেয়র উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা বানারীপাড়া পৌর সভাকে জলবায়ু প্রকল্পের আওতায় দিয়েছিলেন। সেই প্রকল্পে বাজেট পেশ করার পরেই বানারীপাড়া পৌর সভায় টিউবয়েল ও পানি সাপ্লাইয়ের প্রথম টেন্ডার হয় এবং সেই কাজ সমাপ্তের পথে। সেই একই প্রজেক্টের শহর রক্ষা বাঁধের টেন্ডার হলে সেই কাজের (বাংলা ২৯ আশ্বিন ২০১৪/ইংরেজী ১৪ অক্টোবর ২০১৭ তারিখে) উদ্ধোধন করেন এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস এমপি। এ প্রকল্পে এক কোটি ছয় লক্ষ টাকা ব্যয় হবে। এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সরদার ফারুক এন্টারপ্রাইজ প্রোপাইটার মোঃ ফারুক সরদার। ফারুক সরদার বলেন, কাজের সিডিউল মোতাবেক কাজ করে যাচ্ছি। বানারীপাড়া পৌরসভা এ কাজের তদারকি করেন। কাজ শেষ হতে কত সময় লাগবে এ প্রশ্নের জবাবে ফারুক সরদার বলেন, আমাকে সিডিউলে যে সময় দেয়া হয়েছে সে সময়ের মধ্যে শেষ করতে পারব ইনশাল্লাহ, যদি কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা না দেয়। এ বাঁধের কাজ শেষ হলে বানারীপাড়া বাজারের পরিধিও অনেক বেড়ে যাবে এবং বাজারের ভিতরের নিয়ন্ত্রণহীন রিকসা, ভ্যান, ট্রলি, টম টম মালামাল নিয়ে বাঁধের উপর দিয়েই যাতায়াত করতে পারবে এতে বাজারের ভিতরের ক্রেতা ও বিক্রেতাদের চলাচলে স্বস্তি ফিরে আসবে।