|
আজকের যে ছাত্র সমাজ এ মহৎ উদ্দেশ্যে নিয়ে খেলার আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই – মোঃ খলিলুর রহমান
বানারীপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গত শনিবার বানারীপাড়া এস এস সি-২০১৮ ব্যাচ আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানারীপাড়া পৌর সভার সাবেক হ্যাট্রিক বিজয়ী মেয়র, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবকদের যদি খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা যায় তবে সমাজ থেকে অনৈতিক কার্যকলাপ লোভ পাপে। আজকের যে ছাত্র সমাজ এ মহৎ উদ্দেশ্যে নিয়ে খেলার আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ অতিথি বলেন, আমি এই থানায় সদ্য যোগদান করেছি, তোমাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই এবং সাথে সাথে তোমাদের এ ধরনের সকল কাজেই আমি তোমাদের পাশে থাকব। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তোমরা অনেক বড় হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ কর । পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলদের মধ্যে পুরুস্কার বিতরন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বানারীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বানারীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন রারী, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ। খেলা পরিচালনা করেন গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম জুয়েল।
মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া প্রতিনিধি
Post Views:
১,৪৭৫
|
|