Current Bangladesh Time
শনিবার অক্টোবর ১২, ২০২৪ ১২:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বানারীপাড়া মাহিন্দ্রা টমটম সংঘর্ষে আহত-৭ 
Monday November 5, 2018 , 8:00 pm
Print this E-mail this

বানারীপাড়া বোমা ফাটিয়ে ইজিবাইক ভাংচুর, আহত-১

বানারীপাড়া মাহিন্দ্রা টমটম সংঘর্ষে আহত-৭


বানারীপাড়া মাহিন্দ্রা টমটম সংঘর্ষে আহত-৭

মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়ায় মাহিন্দ্রা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ৭ জন গুরুতর আহত। আহতদের ৪ জনকে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বেলা ১১ টার সময় বানারীপাড়া-বরিশাল সড়কের বাকপুর ঈদগা সড়কের মুখে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আসংকা জনক বলে বানারীপাড়া স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. সালমা জানিয়েছেন। স্থানীয়দের সূত্রে জানাগেছে, ঘটনার সময় বানারীপাড়া থেকে একটি মাহিন্দ্রা যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। মাহিন্দ্রাটি উপজেলার বাকপুর ঈদগা সড়কের কাছে গেলে। হঠাৎ করে বাকপুর সড়ক থেকে কাঠ বোঝাই একটি টমটম দ্রুত গতিতে বের হলে মাহিন্দ্রটির সাথে মুখো মুখি সংঘর্ষ হয়। এসময় ৭ জন মাহিšদ্রাযাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকেই দু’জনকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়। বাকী বাইশারী গ্রামের লাভলী বেগম (৩৪), ইন্দেরহাওলা আউয়ারের মামুন ফকির(২৮), ফাতেমা বেগম (৩২) দক্ষিন হারতা গ্রামের মাহিনুর বেগম(৪০), সুলতানা সুবর্না (৯)কে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে লাভলী বেগম ও মামুন ফকিরে অবস্থা আশংকা জনক বিধায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিমে পাঠান এবং ফাতেমা বেগমকে তার নিকটজনরা অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যায়। পুলিশ মাহিন্দ্র ও টমটম আটক করেছে।

বানারীপাড়া খালেদা জিয়ার মুক্তি ও তারকে জয়িার মামলা প্রত্যাহাররে দাবীতে বক্ষিোভ

বোমা ফাটিয়ে ইজিবাইক ভাংচুর, আহত-১

মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যারের দাবীতে মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় বোমাফাটিয়ে ইজিবাইক ভাংচুর করে তারা ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করে। রোববার রাতে বানারীপাড়া-বরিশাল সড়কের মলঙ্গা ব্রিজের ওপর ওই ঘটনা ঘটে। হামলায় খলিল বালী নামে এক ইজিবাইক যাত্রী গুরুতর আহত হয়েছেন। থানায় মামলা দায়ের করেছেন স্থানীয় কবির মৃধা। স্থানীয়রা জানিয়েছেন রোববার রাত ৮ টার দিকে বানারীপাড়ার দিক থেকে একটি মিছিল মলঙ্গা ব্রিজের ওপর গিয়ে বিভিন্ন প্রকার স্লোগান দিতে থাকে এসময় তারা ৭/৮টি বোমার বিস্ফোরন ঘটায়। এসময় ওইখানথেকে চলমান একটি ইজি বাইকের ওপর হামলা চালায় মিছিলকারীর হামলায় খলিল বালী নামে এক ইজিবাইক যাত্রী গুরুতর আহত। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ টি তাজা হাত বোমা উদ্ধার করেছে। থানায় মিছিলে নেতৃত্ব দানকারী ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০জনের নামে কবির মৃধা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।




Archives
Image
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১
Image
‘ক্রসফায়ারের নামে’ ছাত্রদল নেতাকে হত্যা: শেখ হাসিনার ফুপাতো ভাইসহ আসামি অর্ধশত
Image
বরিশালে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ রাখায় এলাকাবাসীর মানববন্ধন
Image
পটুয়াখালীতে ধরা পড়েছে ২ কেজি ২৮০ গ্রাম ওজনের এক ইলিশ
Image
কর্মবিরতিতে বরিশাল শেবাচিম হাসপাতালের নার্সরা