নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার শুভ উদ্ধোধন
বানারীপাড়া মাছ বাজারে আগুন !
বানারীপাড়া মাছ বাজারে আগুন
মুসলিম উম্মাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রমজান মাসে সিয়াম সাধনা। মহান রাব্বুল আলামীন ঘোষনা করেন যে, রমজান মাসে যারা সিয়াম পালন করবে আমি আল্লাহ তাদেরকে নিজ হাতেই পুরুস্কৃত করব। তাই ধনী গরীব সবাই এই মাসে আল্লাহর কৃপা পাওয়ার আসায় বেশী করে ইবাদত বন্দেগী করে মানুষ। আর এ মাসে বিশ্বের অনেক দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হয়। ব্যবসায়ীরা অন্যান্য মাসের তুলনায় মুনাফা কম করে। কিন্তু বাংলাদেশে এর সম্পূর্ণ বিপরীত মূখী। বানারীপাড়া মাছ বাজারে গিয়ে লক্ষ্য করে দেখা গেছে ৩ দিন আগের তুলনায় সব প্রকারের মাছের দাম অনেক বেশী। যে চিংড়ী মাছ ছিল ৫০০/৫৫০শ’ টাকা কেজী সেই মাছ ৭০০/৭৫০শ’ টাকা প্রতি কেজী। আবার যে ইলিশ মাছ ছিল ৮০০/৯০০শ’ টাকা কেজী এখন সেই মাছ ১১০০/১২০০শ’ টাকা। এ ব্যাপারে কারো কোন মাথা ব্যাথা নেই এ যেন মগের মুল্লুক , যে যা ইচ্ছে তাই করতে পারে এখানে। ব্যবসায়ীরা বলেন আগের তুলনায় আমদানী কম থাকায় দাম একটু বেশী, তবে আমদানী হলেই আবার দাম কমে যাবে। বানারীপাড়া বাজারে এ চিত্র শুধু মাছের বাজারেই নয়, সব কিছুতেই একই অবস্থা। সাধারন ক্রেতাদের দাবী, বাজারে এই আকাশচুম্বী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সঠিক ভাবে নির্ধারণ করে দিয়ে প্রশাসন বাজার মনিটরিং টিম গঠন করলেই এর প্রতিকার পাওয়া যেতে পারে।
 
নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার শুভ উদ্ধোধন
বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গত শুক্রবার বাদ জুমা নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার শুভ উদ্ধোধন করেন সলিয়াবাকপুরের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: জিয়াউল হক মিন্টু। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য আঃ আজিজ হাওলাদার, আল-আমিন হাং এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ আজিজ (আর্মি আজিজ)। দোয়া মোনাজাত করেন মসজিদের ইমাম। সকলে এই নুতন প্রতিষ্ঠিত নুরানী ও হাফেজিয়া মাদ্রসার উন্নয়নের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া প্রতিনিধি
Post Views:
১,৭২৫
|