|
বিদ্যালয়টি ১৮৮৯ সালে রজনীকান্ত গুহঠাকুরতা প্রতিষ্ঠা করেন এবং নিজেই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন
বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন জাতীয় করনে আনন্দের জোয়ার
ইতিহাস ও ঐতিহ্য বহন করা দীর্ঘ ১২৯ বছর মানুষ গড়ার এ প্রতিষ্ঠানটি গত সোমবার জাতীয় করন সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারী করেন শিক্ষা মন্ত্রণালয়। তবে এ আদেশটি গত মঙ্গলবার প্রকাশ করা হয়। এ আদেশে বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন জাতীয় করন হয়েছে। বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন জাতীয় করন করায় আমাদের মানবতার মা’বিশ্ব-নেত্রী, বঙ্গকন্যা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জন-নেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, অভিভাবক, প্রাক্তন ছাত্র সংগঠন অ্যালামনাই এসোসিয়েশন নেতৃবৃন্দ সহ বানারীপাড়ার সর্বস্তরের জনগণ। এ বিদ্যালয়টি ১৮৮৯ সালে রজনীকান্ত গুহঠাকুরতা প্রতিষ্ঠা করেন এবং তিনি নিজেই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া প্রতিনিধি
Post Views:
১,৫৩৬
|
|