|
নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় বসাতে উদ্বুদ্ধ করছেন
বানারীপাড়া বিদ্যালয়ের অনুষ্ঠানকে ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের ভীড়
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বানারীপাড়ায় মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। তারা সকলে স্কুল, কলেজ, মাদ্রাসার অনুষ্ঠান এবং ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে তাদের গণসংযোগ করে যাচ্ছে। এতে করে বানারীপাড়া উপজেলার প্রায় সব প্রতিষ্ঠানেই জাঁকজমক পূর্ণ ভাবে এবারে অনুষ্ঠান করছে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছে বর্তমান সাংসদ এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, ৯০’এর গন-অভ্যুত্থানের প্রণেতা, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শাহে আলম তালুকদার, বানারীপাড়া উপজেলার হ্যাট্রিক বিজয়ী এবং বরিশাল বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান, দানবীর খ্যাত আলহাজ্ব গোলাম ফারুক, শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র এ কে ফাইয়াজুল হক রাজু। বানারীপাড়া–উজিরপুর আসনের বর্তমান সাংসদ এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস নির্বাচিত হওয়ার পর বিগত বছর গুলো বানারীপাড়ায় তেমন কোন প্রোগ্রামে অংশ নেননি, তবে বর্তমান সময়ে তিনি বানারীপাড়ার সব অনুষ্ঠানেই যোগদান করতে চেষ্টা করেন। অন্যদিকে শাহে আলম তালুকদারকে দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েও পরে তাকে প্রত্যাহার করা হয়। মনোনয়ন বঞ্চিত হয়েও সে আওয়ামীলীগ তথা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বানারীপাড়া–উজিরপুরের মানুষকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় বসাতে উদ্বুদ্ধ করছেন। অন্যদিকে বানারীপাড়া উপজেলার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান, গরীব দুঃখী মেহনতি মানুষের একান্ত আপনজন আলহাজ্ব গোলাম ফারুক তৃতীয় বারের মত নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়াতে একধারে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয় এবং আগামী একাদশ জাতীয় সংসদে মনোনয়নে আশাবাদী। আবার শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র এবং এ কে ফায়জুল হকের পুত্র এ কে ফাইয়াজুল হক রাজু সে তার পারিবারিক ঐতিহ্য ও এলাকায় সাধারন জনগণের দোর গোরায় পৌছাতে উজিরপুর-বানারীপাড়ায় কাজ করে যাচ্ছেন। সাবেক সাংসদ আলহাজ্ব মনিরুল ইসলাম মনিকে এই মুহূর্তে এলাকায় অসুস্থতার কারণে দেখা যাচ্ছে না। এ ছাড়াও বানারীপাড়ায় আরো কয়েকজনের নাম শোনা যায়, আঃ রাজ্জাক, এ্যাডঃ সুভাষ চন্দ্র শীল, ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অনেক গুরুত্ব বহন করে বলে মনোনয়নে জননেত্রী শেখ হাসিনা চুল ছেড়া বিশ্লেষন করবে বলে তৃণমূলের নেতা কর্মীদের ধারণা।
মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া প্রতিনিধি
Post Views:
১,৪১৭
|
|