Current Bangladesh Time
শনিবার জুলাই ১২, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বানারীপাড়ায় বাংলাদেশ হিতোষী সংঘ’র উদ্দ্যেগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালন 
Thursday October 4, 2018 , 8:50 pm
Print this E-mail this

বানারীপাড়া বিআরডিপি নির্বাচনের মনোনয়ন দাখিল

বানারীপাড়ায় বাংলাদেশ হিতোষী সংঘ’র উদ্দ্যেগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালন


বানারীপাড়ায় বাংলাদেশ হিতোষী সংঘ(প্রবীন হাসপাতাল) এর উদ্দ্যেগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালন

গতকাল ছিল আন্তর্জাতিক প্রবীন দিবস। বাংলাদেশ হিতোষী সংঘ বানারীপাড়া উপজেলা শাখার উদ্দ্যেগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীন দিবস পালন করা হয়।কর্মসূচীর মধ্যে ছিল রেলী, আলোচনা সভা ও দোয়া । জুলআসফিয়া মেমোরিয়াল হাসপাতাল, বাংলাদেশ হিতোষী সংঘ(প্রবীন হাসপাতাল)এবং বাংলাদেশ ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা এ্যাডঃ আঃ জলিল হাওলাদারের সভাপতিত্বে, আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংসদ এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন, বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ সাদীদ, সমাজসেবা কর্মকর্তা শাহাজাদী আক্তার,বানারীপাড়া পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শরীফ উদ্দিন আহম্মেদ কিসলু, বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, সাবেক সিভিল সার্জন ডাক্তার মোঃ রফিকুল ইসলাম দীপু। এ বছর আন্তর্জাতিক প্রবীন দিবসের শ্লোগান ছিল মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধেয়।

বানারীপাড়া বিআরডিপি নির্বাচনের মনোনয়ন দাখিল

বানারীপাড়া বিআরডিপি নির্বাচনের গতকাল ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।এই নির্বাচনে মোট ৮টি পদে নির্বাচন হয়ে থাকে।সভাপতি ১জন, সহ-সভাপতি ১জন এবং পরিচালক ৬জন ।নির্বাচন কমিটির সভাপতি আফসানা শাখী জানায়, এই ৮টি পদের মধ্যে সভাপতি পদে ১জন, সহ-সভাপতি পদে ১জন, এবং পরিচালক পদে ৫জনের মনোনয়ন পত্র জমা পড়েছে এবং সব কয়টিই বৈধ আছে। অন্য কোন প্রতিদন্ধী প্রার্থী না থাকায় এই এদেরকেই নির্বাচিত বলে গন্য করা হবে। সভাপতি পদে বর্তমান সভাপতি, সলিয়াবাকপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হক মিন্টু একাই মনোনয়ন পত্র দাখিল করেন। সহ-সভাপতি হিসেবে মোঃ গোলাম মোস্তফা এবং পরিচালক পদের জন্য বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ও বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান মিলন, সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আঃ জলিল খান, মোঃ মোশারেফ হোসেন, আঃ বারেক এবং মোঃ লুতফর রহমান।

 

 – মোঃ আনিছুর রহমান মিলন




Archives
Image
খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা
Image
খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
Image
বরিশাল ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী পেল জিপিএ-৫
Image
নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল
Image
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে : মির্জা ফখরুল