তাৎক্ষনিক সেখানে ছুটে আসেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন
বানারীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড
গতকাল (২২/১২/২০১৭) সকালে বানারীপাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকান ভস্মীভূত হয়ে যায়। সকাল আনুমানিক ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এসময় সাধারণ জনতা অগ্নি নির্বাপণের কাজে সাহায্য করে এবং পাশাপাশি ফায়দার সার্ভিসকে অবহিত করেন। ফায়দার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই প্রায় ৪/৫টি দোকান পুড়ে যায়। ফায়দার সার্ভিসের সদস্যরা আগুন অন্যদিকে ছড়ানোর আগেই আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। প্রথমে জুয়েলের জুয়েলারই দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার ঘটনা জানতে পেরে তাৎক্ষনিক সেখানে ছুটে আসেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন। পরপরই খবর পেয়ে সেখানে ছুটে আসেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম। উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা। বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচনে সাক্ষাৎ কার দেওয়ার জন্য সেখানে অবস্থান করায় ঘটনা স্থলে উপস্থিত হতে পারেন নাই। সে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার সঠিক তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এছাড়া ও যারা এ ঘটনায় সমবেদনা প্রকাশ করেন বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, এড্যাঃ মাহামুদ হোসেন মাখন, সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক মিন্টু, সদস্য ও বাজার কমিটির সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলাম তসলিম।