|
দোকান মালিকেরা কোন আইনের তোয়াক্কা না করে এভাবে রাস্তা দখলের মহোৎসব করে ব্যবসা করে যাচ্ছে
বানারীপাড়া বাজারের রাস্তা দোকান মালিকের দখলে, দেখার কেউ নাই!
বানারীপাড়া উপজেলার পৌর শহরের বাজারের চিত্র দেখলে মনে হয় দোকান মালিকদের জন্যই লক্ষ লক্ষ টাকা ব্যায় করে রাস্তা তৈরি করা হয়েছে। বানারীপাড়া বাজারে এ পর্যন্ত ৫/৬ বার বিভিন্ন কারনে আগুন লেগেছে। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনা স্থলে যেতে ব্যাঘাত ঘটার কারনে অনেক দোকান পুড়ে ছাই হয়ে গেছে,ক্ষতি হয়েছে লক্ষ কোটি টাকার। এই ব্যাঘাত ঘটার কারন হলো প্রত্যেক দোকান মালিক ৮/১০ ফুট রাস্তার প্রায় অর্ধেকই দোকানের মালামাল রেখে আটকিয়ে রাখে। যদিও সরকারী রাস্তা এভাবে আটকানো আইনত অপরাধ। কিন্তু দোকান মালিকেরা কোন আইনের তোয়াক্কা না করে এভাবে রাস্তা দখলের মহোৎসব করে ব্যবসা করে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃশরিফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ ব্যাপারে পৌর মেয়র ও ব্যবসায়ীদের নিয়ে একটি সভা করা হয় এবং সেখানে সকল দোকান মালিকদের বাধ্যতামুলুকভাবে দোকানে শাঁটার লাগাতে হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।বানারীপাড়া পৌর সভার মেয়র এ্যাডঃ সুভাষ চন্দ্র শীলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এ ব্যাপারে বিভিন্ন সময় আমরা উদ্দ্যেগ নিয়ে কিছুটা সফলতা পেয়েছি এবং বাজার কমিটিকেও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা আছে। এর পর ও যদি কোনো দোকান মালিক রাস্তার ভিতর মালামাল রাখে তবে আমরা পরবর্তীতে মোবাইল কোটের মাধ্যমে জরিমানার ব্যবস্থা করা হবে। সর্বোপরি সাধারন জনগণের দুর্ভোগ লাগবে যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সংশ্লিষ্ট কর্মকর্তারা সেই পদক্ষেপ নিবেন বলে আশা প্রকাশ করছেন।
মোঃ আনিছুর রহমান মিলন, অতিথি প্রতিবেদক
Post Views:
২০৪
|
|