শত শত রোগী ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলের এই মহৎ উদ্দ্যোগকে সাধুবাদ জানান
বানারীপাড়া জুল-আসফিয়া মেমোরিয়াল হাসপাতালে মাসব্যাপী ফ্রি চিকিৎসা প্রদান
মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নে জুল-আসফিয়া মেমোরিয়াল হাসপাতাল ও প্রবীন হিতৈষী সংঘ (প্রবীন হাসপাতাল) এবং বানারীপাড়া ডায়াবেটিক সমিতিতে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেন। এখানে প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়। যদিও কোন রোগীদের কাছ থেকে চিকিৎসা প্রদানের টাকা নেওয়া না হলেও ডাক্তারের ফি প্রদান করেন জননেত্রী শেখ হাসিনা পরিষদের কার্যকরী সভাপতি ও বরিশাল বিভাগ উন্নয়ন কমিটির সভাপতি বানারীপাড়া/উজিরপুর সংসদীয় এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুল জলিল হাওলাদার এবং চিকিৎসা নিতে আসা শত শত রোগী ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলের এই মহৎ উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া করেন।