প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বানারীপাড়ায় এক গৃহবধূর মৃত্যু – হত্যা নাকি আত্মহত্যা – এ প্রশ্ন জনমনে !
Sunday March 25, 2018 , 8:54 pm
ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলেই নিশ্চিত হওয়া যাবে হত্যা না আত্মহত্যা
বানারীপাড়ায় এক গৃহবধূর মৃত্যু – হত্যা নাকি আত্মহত্যা – এ প্রশ্ন জনমনে !
বানারীপাড়া জম্বদীপে মাধুরী (২০) নামে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। এ মৃত্যু রহস্যজনক বলে অনেকের ধারণা। মাধুরীর সাথে দুই বছর আগে মাহিলারার আশিষ মণ্ডলের বিবাহ হয়। বিবাহের আগেই তারা একে অপরকে ভালবাসত । তবে অনেকদিন যাবত তাদের ভিতর সম্পর্কে চির দেখা দেয়। এর কারন অনেকের অজানা। তবে ঐ এলাকায় তথ্য সংগ্রহে গেলে (নিজের পরিচয় না দিয়ে) জানা যায়, ঐ এলাকার এক জনপ্রতিনিধির সাথে মাধুরীর মায়ের অবৈধ সম্পর্ক থাকায় মাধুরী এ সম্পর্ক সহ্য করতে না পারায় মা ও সেই জনপ্রতিনিধির সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ায়, আর সে কারনেই মাধুরীকে জীবন দিতে হলো। এদিকে মাধুরীকে যেখানে পাওয়া যায় সেখানে একটি পেয়ারা গাছ থাকলেও সেই পেয়ারা গাছের সাথে ফাঁস দেয়ার কোনো কিছু পাওয়া যায় নাই। মাধুরীর স্বামী আশিষ মণ্ডলের সাথে সম্পর্ক খারাপ হওয়ার প্রধান কারণও এটা। মাধুরীর লাশ ময়না তদন্ত ছাড়াই (অপমৃত্যু) বলে শেষকৃত্য করতে ব্যস্ত হলেও শেষ পর্যন্ত ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। এখন অপেক্ষার পালা ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলেই নিশ্চিত হওয়া যাবে হত্যা না আত্মহত্যা।