প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বানারীপাড়া উপজেলা প্রশাসনের মা ইলিশ রক্ষার সচেতনা মূলক সভা
Thursday October 4, 2018 , 7:14 pm
সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদিদ
বানারীপাড়া উপজেলা প্রশাসনের মা ইলিশ রক্ষার সচেতনা মূলক সভা
মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়ায় মা ইলিশ রক্ষার্থে উপজেলার মৎসজীবীদের সাথে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলার মৎস বাজার গলিতে সচেতনতা সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদিদ। উপজেলা মৎস অধিদপ্তর আয়োজিত সভায় স্বাগত বক্তৃতা করেন মৎস কর্মকর্তা মো: জামাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফুদ্দিন আহমেদ কিসলু, ওসি মো: খলিলুর রহমান, প্রেস ক্লাব সভাপতি এস মিজানুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল জলিল ঘরামী, বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত, মৎসজীবী সমিতির সম্পাদক সুণিল চন্দ্র প্রমূখ। সভায় আগামী ৭-২৮ অক্টোবর অভিযান চলাকালীন পর্যন্ত জেলেরা মা ইলিশ সহ অন্যান্য নিষিদ্ধ মাছ ধরবে না, কারেন্ট, চরগড়া জাল ব্যাবহার করবে না বলে সভায় সিদ্ধান্ত হয়।