Current Bangladesh Time
শনিবার জানুয়ারি ২৫, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ফজলুল হক মাঃ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর 
Wednesday December 20, 2017 , 6:35 pm
Print this E-mail this

স্কুলের তিন শতাধিক ছাত্র ছাত্রীসহ স্কুল কম্পাউন্ড হতে রওয়ানা করেন

বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ফজলুল হক মাঃ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর


শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাক্ষেত্রে যে জাতি যত বেশী অগ্রগামী সেই জাতি ততবেশী উন্নত। বরিশাল জেলাধীন বানারীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সলিয়াবাকপুর ইউনিয়নের সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় প্রতিবছরের ন্যায় এবারও স্কুল ম্যানেজিং কমিটি, শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীদের নিয়ে শিক্ষা সফর করেন। স্কুলের তিন শতাধিক ছাত্র ছাত্রীসহ গতকাল সকাল ৮ ঘটিকায় স্কুল কম্পাউন্ড হতে রওয়ানা করেন। ম্যানেজিং কমিটির সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন সফরের স্থান হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ নির্বাচন করেন। রওনার প্রাক্কালে ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আনিছুর রহমান মিলন, মোঃ আলাউদ্দিন মোল্লা, ডাঃ মোঃ দেলোয়ার হোসেন এবং প্রধান শিক্ষক এম তারিকুল ইসলাম তারেক। বক্তাগন বলেন, যে নেতার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না, বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা পেতাম না,স্বাধীন রাষ্ট্র পেতাম না, শিক্ষার অধিকার পেতাম না, আজকের আমরা সেখানেই রওনা হতে যাচ্ছি, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন টুঙ্গি পাড়ার রাখাল রাজা  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মহান রাব্বুল আলামিনের নামে যাত্রা শুরু করেন। সেখানে পৌঁছে জাতির জনকের কবর জেয়ারত করেন এবং জাতির জনকের  সমাধীতে পুস্পমাল্য অর্পণ করেন। ১৫ আগস্টে ঘাতকদের হাতে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করেন, সাথে সাথে বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রে, আমাদের মাতৃভাষার জন্য এবং জন-নেত্রী শেখ হাসিনার গণতন্ত্র পুনুরুদ্ধানের জন্য আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেন। সেখানে তারা ছাত্র/ছাত্রীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম থেকে শহীদ হওয়া পর্যন্ত বর্ণাঢ্য জীবনের আলোকপাত করেন। পরিশেষে আবারো জাতির জনকের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া করে রওয়ানা করেন।

মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া, বরিশাল।




Archives
Image
ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে সুবিধাপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা : ফারুক ই আজম
Image
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে জনগণ হতাশ হবে : তারেক রহমান
Image
বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা : ভারতের কাছে জবাব চাওয়ার দাবি
Image
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
Image
বরিশালে স্কুলছাত্র হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ