|
জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আরো তরান্মীত করতে অনুরোধ
বানারীপাড়া/উজিরপুর নৌকার বিকল্প হলে আসন হারানোর আশংকা-মীরা
মোঃ আনিছুর রহমান মিলন : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বানারীপাড়া/উজিরপুর বরিশাল-২ আসন থেকে ১২ জন প্রার্থী আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে প্রতিদন্ধীতা করতে তাদের নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেন। দাখিল কৃত মনোনয়নের মধ্যে আওয়ামী লীগ, বি এন পি, জাতীয় পার্টি, জাসদ, এনপিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে।সাবেক ছাত্রলীগ নেত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী সৈয়দা রুবিনা আক্তার মীরা আওয়ামী লীগের পক্ষে, নৌকার পক্ষে, জননেত্রী শেখ হাসিনার পক্ষে বর্তমান সরকারের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে বিগত দিনে বানারীপাড়া/উজিরপুর এলাকার প্রত্যান্ত অঞ্চলে প্রচারনা চালিয়েছেন। কিন্তু এই আসন মহাজোট (জাতীয় পার্টি) কে এবং একই সাথে আওয়ামী লীগকে টিকিট দেওয়ার কারনে তিনি স্বতন্ত্র হিসেবে মনোনয়ন প্রত্র দাখিল করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বানারীপাড়া/উজিরপুর (বরিশাল-২) আসন আওয়ামী লীগের দুর্গ, এখানে জাতীয় পার্টিকে লাঙ্গল মার্কা বরাদ্দ দিলে ১০০% নিশ্চিত আসন হারানোর আশংকা আছে। কারন হিসেবে তিনি বলেন, আমি প্রচারনা কালে এই দু’উপজেলার আওয়ামী লীগ ও সাধারন মানুষের সাথে গভীর ভাবে মিশেছি, আমি তাদের মনের ভাব বুজতে পেরেছি। তিনি আরো বলেন এখানের ভোটারদের দাবী স্থানীয় আওয়ামী লীগের নেতাকে নৌকা প্রতিক দিয়ে আমাদের মমতাময়ী মা’ জননেত্রী শেখ হাসিনা পাঠালে আমরা নিশ্চিত তাকে বিজয়ী করে উপহার দিতে পারব। আর এই আশংকা থেকেই আমি মনোনয়ন পত্র দাখিল করেছি। যদি আওয়ামী লীগ প্রার্থীর টিকিট বলবদ থাকে তবে আমি মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিব । আর যদি জোটের প্রার্থী জাতীয় পার্টি লাঙ্গল প্রতিক নিয়ে এ আসন থেকে নির্বাচনে প্রতিদন্ধিতা করে সে ক্ষেত্রে আমার ভাবার বিষয় আছে। তবে আমি আওয়ামী লীগের বা নৌকা প্রতিকের বিপক্ষে কখনও যাব না। আমাদের মমতাময়ী মা’ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখেই আমি রাজনীতি করি এবং ভবিষ্যতেও তার প্রতি আস্থাশীল হয়ে কাজ করব। সর্বপরি তিনি বানারীপাড়া/উজিরপুর বাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে, তথা জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আরো তরান্মীত করতে অনুরোধ করেন।
Post Views:
২২৬
|
|