Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ১৮, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বানারীপাড়া/উজিরপুর আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণা 
Monday August 27, 2018 , 5:58 pm
Print this E-mail this

ঈদ-উল-আজহার সময় সম্ভাব্য প্রার্থীদের কাছে পেয়ে নেতা-কর্মীদের আনন্দ চিত্তে ঈদ উদযাপন

বানারীপাড়া/উজিরপুর আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণা


মোঃ আনিছুর রহমান মিলন : বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শাসকদল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা পবিত্র ঈদ- উল-আজহাকে কেন্দ্র করে কৌশলে নির্বাচনী ওয়ার্মআপ সেড়ে নিয়েছেন। ঈদ-উল-আজহার দিন নির্বাচনী এলাকায় ঈদের জামাতে অংশগ্রহণ, নেতা-কর্মী, সমর্থক ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়, বাড়িতে নিমন্ত্রণ করে তাদের পেট পুড়ে খাওয়ানো ও ঈদের পরেও এলাকায় ঘুরে ঘুরে গণসংযোগের মাধ্যমে নিজেদের প্রার্থীতার জানান দিয়েছেন তারা। এছাড়া এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রার্থীরা গোটা নির্বাচনী এলাকা পোষ্টার, ফেষ্টুন ও ব্যানারে ছেয়ে ফেলেছেন। এবারের ঈদ-উল-আজহায় এলাকায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যারা অধিক সক্রিয় ছিলেন তারা হলেন এ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন এবং বঙ্গবন্ধু রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন নিয়ে গবেষণারত ইঞ্জিনিয়ার আ. রাজ্জাক প্রমূখ। তারা ছাড়াও যারা ঈদে এলাকায় আসতে পারেননি সেইসব সম্ভাব্য প্রার্থীরাও নির্বাচনী এলাকায় এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোষ্টার, ফেষ্টুন ও ব্যানার সাঁটিয়েছেন। এদিকে ঈদ-উল-আজহার সময় সম্ভাব্য প্রার্থীদের কাছে পেয়ে নেতা-কর্মীরাও আনন্দ চিত্তে ঈদ উদযাপন করেছেন।




Archives
Image
সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Image
বরিশালে সড়কের পাশে থাকা বাসে আগুন
Image
যুবদল নেতা কিবরিয়াকে হত্যা : বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
Image
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণে সংঘর্ষ : বরিশালে ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যু
Image
মৃত্যুদণ্ডের রায় শুনে যা বললেন শেখ হাসিনা