প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বানারীপাড়া/উজিরপুরে নৌকার বিজয়ে দিনভর কাজ করে যাচ্ছেন আতিয়া মিলি
Sunday December 16, 2018 , 10:43 am
এক সময়ের ছাত্রলীগ নেত্রী আতিয়া মিলি গ্রাম থেকে গ্রামে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন
বানারীপাড়া/উজিরপুরে নৌকার বিজয়ে দিনভর কাজ করে যাচ্ছেন আতিয়া মিলি
মোঃ আনিছুর রহমান মিলন : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বানারীপাড়া/উজিরপুর বরিশাল-২ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহে আলমের পক্ষে প্রচার প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে এ আসনের সর্বত্র। প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছে দুই উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। সেই সাথে সাধারন জনগনও পিছিয়ে নেই, পিছিয়ে নেই এলাকার মা-বোনেরা। তাদের পাশাপাশি নির্বাচনী মাঠে প্রচারণায় ব্যাস্ত সময় কাটাচ্ছেন নৌকার কাণ্ডারি শাহে আলমের সহধর্মিণী আতিয়া মিলি। এক সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী আতিয়া মিলি গ্রাম থেকে গ্রামে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন এবং সাথে সাথে জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা ভোটারদের সামনে তুলে ধরেন ও আবারও জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের টানা তৃতীয় বারের মত প্রধানমন্ত্রী হিসেবে বসাতে আহ্বান জানান।