|
বানারীপাড়ার টুকরো খবর : এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে আনন্দ উৎসব
বানারীপাড়া ইলুহারে বিষপানে একজনের আত্মহত্যা
বানারীপাড়া ইলুহারে বিষপানে একজনের আত্মহত্যা
বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নে ৩নং ওয়ার্ডের কালাম মুন্সী (৫০) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বিষপান করার পর তাকে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ইসিজি করান এবং মৃত বলে ঘোষনা দেন। কালাম মুন্সী নান্দুহারে ব্যবসা করেন এবং সেখানেই বসবাস করেন। মৃত্যুর আগে সে একটি পত্র লিখে যান সেখানে তিনি তার মৃত্যুর কারন হিসেবে লিখে যান যে তার অনেক দায়দেনা থাকার কারনেই তিনি আত্মহত্যা করেন। তার মৃত্যুর জন্য কেহ দায়ী নহেন। সেখানে সে তার দেনা পাওনার হিসেব ও লিখে যান। সে বানারীপাড়া থানার ভোটার হলেও স্বরূপকাঠি বসবাস করায় স্বরূপকাঠি থানায় অপমৃত্যু মামলা হয়েছে । মৃত্যু কালাম মুন্সীর ইচ্ছা অনুযায়ী তাকে নান্দুহারেই দাপন করা হবে। মৃত্যুকালে সে স্ত্রী ৩ কন্যা ও এক ছেলে সহ অনেক গুনগ্রহী রেখে যান। তার বাল্যবন্ধু ইলুহার ইউনিয়নের চেয়ারম্যান এবং বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম জানান কালাম খুব ভাল ও রসিক মানুষ ছিলো, তার এ ধরনের মৃত্যু আমরা কখন আশা করিনি। আমরা তার আত্মার মাগফিরত কামনা করি।
এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে আনন্দ উৎসব
বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত হওয়ায় ম্যানেজিং কমিটি ও শিক্ষক কর্মচারী সকলের সাথে আনন্দ ভাগাভাগি করতে কনসার্ট ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন। স্কুল ম্যানেজিং কমটির সভাপতি জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড্যাঃ তালুকদার মোঃ ইউনুস (এমপি) বরিশাল-২, উদ্বোধন করেন বানারীপাড়া উপজেলা পরিষদের হ্যাট্রিক বিজয়ী ও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শাহে আলম, আওয়ামীলীগ নেতা ও শেরে বাঙলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে ফাইয়াজুল হক রাজু, উজিরপুর পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন, বানারীপাড়া পৌরসভার সাবেক হ্যাট্রিক বিজয়ী মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারন সম্পাদক মাওলাদ হোসেন সানা, সৈয়দকাঠী ইউনিয়ন চেয়ারম্যান আঃ মন্নান মৃধা । আলোচনা শেষে নকুল কুমার বিশ্বাস ও অন্যান্য শিল্পীদের এক মনমুগ্ধকর গান পরিবেশিত হয়।
মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া, বরিশাল
Post Views:
১,৩৭২
|
|