|
এ সময় জননেত্রী শেখ হাসিনার ও দক্ষিন বাংলার অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর জন্য দোয়া করা হয়
বানারীপাড়া ইউনিয়নে জম্বদীপ গ্রামে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্ধোধন
মোঃ আনিছুর রহমান মিলন : বাংলাদেশ আওয়ামী লীগের ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছিলেন বাংলার ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া। তারই ধারাবাহকিতায় গতকাল বানারীপাড়া উপজেলার বানারীপাড়া সদর ইউনিয়নে জম্বদীপ গ্রামকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। গতকাল সকালে বানারীপাড়া/উজিরপুর আসনের সাংসদ এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস এই বিদ্যুৎ সংযোগের শুভ উদ্ধোধন করেন। এ সময় বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা পরিষদের জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান, বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান বরিশাল-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব গোলাম ফারুক। সভায় উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ, বানারীপাড়া পৌরমেয়র এ্যাডঃ সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও বানাড়ীপাড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারন সম্পাদক এ্যাডঃ মাওলাদ হোসেন সানা, বানারীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শরীফ উদ্দিন আহম্মেদ কিসলু। বক্তাগন এ সময় শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরেন এবং আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে বাংলার প্রধানমন্ত্রী হিসেবে বসাতে অনুরোধ জানায়। পরিশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে উদ্ধোধন অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় জননেত্রী শেখ হাসিনার ও দক্ষিন বাংলার অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর জন্য দোয়া করা হয়।
Post Views:
১,৬০১
|
|