|
উন্নয়ন মেলায় প্রথম স্থান অধিকার করে বানারীপাড়া এল জি ইডি
বানারীপাড়ায় ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, মানবতার মা’ ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর, বাংলাদেশের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা গত ১১/০১/১৮ ইং তারিখ উদ্ধোধনের মধ্যদিয়ে শুরু হওয়া উন্নয়ন মেলার শেষ হয় গত ১৩/০১/১৮ তারিখ। বানারীপাড়া উন্নয়ন মেলার শেষে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান, বানারীপাড়া উপজেলার উন্নয়নের রূপকার, জনগণের শেষ আশ্রয় স্থল, বরিশাল বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিষ্ঠানের নাম ঘোষনা করেন। এবারের উন্নয়ন মেলায় প্রথম স্থান অধিকার করে বানারীপাড়া এল জি ইডি, দ্বিতীয় স্থান অধিকারী পি আই ও অফিস এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকারী মৎস্য অফিস ও বানারীপাড়া পৌর সভা। পড়ে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) সহকারি কমিশনার ভূমি, পি আই ও অফিসার অয়ন সাহা, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, পাবলিক হেলথ প্রকৌশলী নিজাম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা হোসেন ফ্লোরা এবং সলিয়াবাকপুর ইউনিয়ন চেয়ারম্যান ও বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হক মিন্টু। উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, দেশের উন্নয়নের জন্য, দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে হলে আগামীতেও জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে ।
বানারীপাড়া ইয়াবা সহ গ্রেপ্তার – ১
বানারীপাড়া উপজেলার বিশারকান্দি বাজারের মিলন নামের এক ঔষধ ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেছে বানারীপাড়া থানার এ এস আই জাহিদ হোসেন ও শাহিন। গোপন সূত্রের ভিত্তিতে বিশারকান্দি ইউনিয়নের চৌমহনা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার সাথে থাকা ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মিলনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে ।
মোঃ আনিছুর রহমান মিলন, অতিথি প্রতিবেদক
Post Views:
০
|
|