|
হুইল চেয়ার পাওয়ায় প্রতিবন্ধীরা জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান
বানারীপাড়ায় ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়া ইমপাওয়ারমেন্ট প্রোগ্রাম ফর চিলড্রেন উইথ ডিজএ্যাবিলিটি (ইপিসিডি) প্রকল্পের আওতায় ২৭তম আন্তর্জাতিক এবং ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়। ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বারডো) আয়োজনে বানারীপাড়া উপজেলা মিলানায়তনে উদযাপিত হয়। বারডোর কর্মকর্তা শহিদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ, বিশেষ অতিথী ছিলেন বানারীপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাজাদী আক্তার। সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ, বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাজাদী আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলতুন্নেছা নাজমা, বারডোর প্রধান সমন্নয়ক এবং বাংলাদেশ প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ সাইদুল হক, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক ও এনজিও ফোরামের সভাপতি মোঃ মোস্তফা সরদার, বানারীপাড়া প্রেস ক্লাবের একাংশের সভাপতি ও এনজিও ফোরামের সাধারন সম্পাদক এস মিজানুল ইসলাম, বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি এবং বরিশাল জেলা “আমরা মাদকের বিরোধী শক্তি” সংগঠনের সভাপতি মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া বধির স্কুলের প্রতিষ্ঠাতা একজন অবসর প্রাপ্ত আদর্শ প্রধান শিক্ষক আঃ হাই বক্স, মানবাধিকার সংগঠনের নেতা মোঃ হাবিবুর রহমান। এ সময় অস্বচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরন করা হয়। বক্তাগন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার যুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা ও তাদের বিভিন্ন যুযোগ সুবিধা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। হুইল চেয়ার পাওয়ায় প্রতিবন্ধীরা জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান এবং তার জন্য দোয়া করেন।
Post Views:
০
|
|