|
বানারীপাড়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভা
বানারীপাড়ায় হাজারো জনতার শুভেচ্ছায় সিক্ত হলেন জিয়াউল হক মিন্টু
হাজারো জনতার শুভেচ্ছায় সিক্ত হলেন জিয়াউল হক মিন্টু
ফজরের নামাজের পরই বানারীপাড়া লঞ্চ টার্মিনালে আস্তে আস্তে লোক সমাগম বেড়েই চলছিলো। এক পর্যায়ে টার্মিনাল এলাকায় লোকে লোকারন্য হয়ে ওঠে এবং আশেপাশে ভীড় ছড়িয়ে পড়ে। ৫নং সলিয়া বাকপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু গত ১৩ এপ্রিল কোমরের ব্যথাজনিত কারনে চিকিৎসা করাতে ঢাকা যান, সেখানে সে কমফোর্ট হাসপাতালে অপারেশন করান। দীর্ঘ ১৯ দিন পরে গতকাল সকালে লঞ্চযোগে বানারীপাড়ায় এসে পৌঁছলে সহস্রাধিক জনতা বিভিন্ন স্লোগান, ফুলের তোড়া দিয়ে তাদের ইউনিয়নের অভিবাবক তাদের নেতা জিয়াউল হক মিন্টুকে শুভেচ্ছা জানান। অনেক নেতাকর্মী তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। মিন্টু সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন এবং বলেন আমি আপনাদের ভালোবাসা ও দোয়ার বরকতেই আপানাদের মাঝে সুস্থ হয়ে ফিরে এসেছি। আপনারাই আমার ভাই, আপনারাই আমার বন্ধু। আপানাদের এ ঋন আমি কোনদিনও শোধ করতে পারবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেনো তাড়াতাড়ি সম্পূর্ন সুস্থ হয়ে আপনাদের সেবায় আত্মনিয়োগ করতে পারি। আপনাদের এ ভালোবাসাই আমার আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা হবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
বানারীপাড়া মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভা
কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত বানারীপাড়া থানা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এক মতবিনিময় সভা। এস আই জুবায়ের আহম্মেদের সঞ্চালনায় কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি পৌর মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (বানারীপাড়া-উজিরপুর সার্কেল) মোঃ আক্রামুল হাসান, বানারীপাড়া পৌর সভার সাবেক হ্যাট্রিক বিজয়ী পৌর মেয়র বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাওলাদ হোসেন সানা। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শরিফ উদ্দিন আহম্মেদ কিসলু, চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার, সলিয়া বাকপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, মুক্তিযোদ্ধা মীর শাহজাহান, সাংবাদিক এস মিজানুল ইসলাম, সাংবাদিক রাহাদ সুমন, শিক্ষক শফিকুল ইসলাম জুয়েল, আব্দুল লতিফ মেম্বার, বাচ্চু হাওলাদার। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা হোসেন ফ্লোরা, ইলুহার ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, বাইশারী ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ, “আমরা মাদকের বিরোধী শক্তি” সংগঠনের বরিশাল জেলা কমিটির আহব্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়ার বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ব্যাবসায়ীসহ বিভিন্ন পেশার ও বানারীপাড়ার সর্বস্তরের জনসাধারন। বক্তাগন বানারীপাড়া থেকে মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মুলের লক্ষে পুলিশ ই জনতা জনতা ই পুলিশ এ শ্লোগানে ঐক্যবধ্যভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির বলেন মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদের ব্যাপারে বর্তমান সরকারের ন্যায় বাংলাদেশ পুলিশ বাহিনীও জিরো টলারেন্সে কাজ করে যাচ্ছে। বানারীপাড়া উপজেলাবাসী শান্তি শৃংখল রক্ষা এবং মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মুল করতে আমিও সার্বক্ষনিক আপনাদের পাশে থাকব। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এ ধরনের অপকর্মের সাথে জড়িত কাউকে দেখলে বা খোঁজ পেলে আমাকে সরাসরি ফোনে অবগত করবেন। আমি এর প্রতিকার করতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো ইনশাল্লাহ। তিনি আগামী ১০ তারিখে বরিশালে মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভায় পুলিশের আইজিপি উপস্থিত থাকবেন বলে জানান এবং বানারীপাড়ার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, কমিউনিটি পুলিশ সহ সবাইকে মতবিনিময় সভায় উপস্থিত থাকার আহব্বান জানান।
মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া প্রতিনিধি
Post Views:
১,৬৩২
|
|