প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বানারীপাড়ায় হত্যা সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেপ্তার
Thursday October 11, 2018 , 9:33 pm
গোপন সংবাদের ভিত্তিতে আসামীর নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়
বানারীপাড়ায় হত্যা সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেপ্তার
মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়া থানার ওসি (তদন্ত) জহিরুলের নেতৃত্বে এস আই সোহেল ও সঙ্গীয় সোর্স সহ হত্যা, জালিয়াতি ও চাঁদাবাজি সহ বিভিন্ন মামালার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আলাউদ্দিন ওরফে নান্নান ওরফে হান্নানকে গ্রেপ্তার করেন। গত সোমবারবিকেল ৪টা ৩০মিঃ এর সময় গোপন সংবাদের ভিত্তিতে আসামীর নিজ বাড়ী উজিরপুর উপজেলার ভবনীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাজ থেকে বৃটিশ আমল, পাকিস্তান আমল এবং বাংলাদেশ আমলের ৬০টি দলিল ও বিভিন্ন দপ্তরের ৫টি সীল জব্দ করে। আসামীর তার বাড়ীতে উপস্থিতির সংবাদ পেয়ে বানারীপাড়া থানার ওসি তদন্ত মোঃ জহিরুল ইসলাম সংগীয় সোর্স নিয়ে আসামীর বাড়ীতে সোমার বিকেল ৪টা ৩০ মিঃ সময় ঘেড়াও করলে পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালানোর ব্যর্থ চেষ্টা করে। গ্রেপ্তার করে বানারীপাড়া থানায় নিয়ে আসে। গতকাল সকালে আসামী মোঃ আলাউদ্দিন ওরফে নান্নান ওরফে হান্নানকে কোর্টে পাঠানো হয়।