মোঃ আনছিুর রহমান মলিন : বানারীপাড়া প্রেস ক্লাবের একঝাঁক সহকর্মীদের বন্ধু সোহেল রানা ওরফে মধু ফকির। বানারীপাড়ায় হানিফ পরিবহন ও মাহেন্দ্র’র সংঘর্ষে গুরুতর আহত সোহেল রানা ওরফে মধু ফকির (৩৮) ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছেন। গত বুধবার সকাল সাড়ে ৯টায় বানারীপাড়া-বরিশাল সড়কের চৌয়ারীপাড়া এলাকার বটতলা নামক স্থানে দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে সোহেল রানা ওরফে মধু ফকিরকে ঢাকায় যাত্রাবাড়ি এলাকার ডেন্টা ক্লিনিকে লাইফ সার্পোটে রাখা হয়। সোমবার রাত ২টার দিকে চিকিৎসকরা তার লাইফ সার্পোট খুলে দেন। মঙ্গলবার সকালে তার লাশ বানারীপাড়া পৌর শহরের ৭ নং ওয়ার্ডের বাড়িতে নিয়ে আসলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ওই দিন বিকালে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে এ দুর্ঘটনার পর হানিফ পরিবহনের ওই বাসটিকে আটক ও চালক আল আমিনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।