|
বানারীপাড়ায় গাঁজাসহ এক জনপ্রতিনিধি আটক!
বানারীপাড়ায় সৃজনে উন্নয়ন র্শীষক সভা, মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা
বানারীপাড়ায় সৃজনে উন্নয়ন র্শীষক সভা, মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা
মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়ায় সরকারের উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রান্ডিং বিষয়সমূহ জনগনকে অবহিতকরণের লক্ষে ‘সৃজনে উন্নয়নে’ শীর্ষক আলোচনা সভা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব গোলাম ফারুক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমদ কিসলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাত সুমন।
বানারীপাড়ায় গাঁজাসহ এক জনপ্রতিনিধি আটক
মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়ায় চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের ৩ নং ওযার্ডের ইউপি সদস্য দিপু দত্তকে গাঁজাসহ আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় থানার উপ-পরিদর্শক হেমায়েত উদ্দিনের নেতৃত্বে সোনাহার গ্রাম থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়। পরে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ ভ্রাম্যমান আদালতে তাকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এদিকে গাঁজা সহ আটক হওয়ার পরেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের না করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
Post Views:
১,৩৮২
|
|