|
আলোচনা শেষে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত
বানারীপাড়ায় সমকাল সম্পাদক প্রয়াত গোলাম সরোয়ারের স্মরণসভা
মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট)’র প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পিআইবি’র সাবেক চেয়ারম্যান দেশবরেণ্য সাংবাদিক দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার’র স্মরণে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বিদ্যালয় মিলনায়তনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহে আলমের সভাপতিত্বে ও বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রয়াত সাংবাদিক গোলাম সারওয়ার’র মেজ ভাই বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, পুলিশ পরিদর্শক (তদন্ত) বানরীপাড়া থানা মো. ফারুক খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ওয়াহেদুজ্জামান দুলাল, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, গাভা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাদল কৃষ্ণ সাহা প্রমুখ। এসময় বক্তারা বলেন বানারীপাড়ার কৃতি সন্তান দেশবরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ার ছিলেন মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিভাবান ও নির্মোহ সাংবাদিকতার পথিকৃৎ। স্মরণ সভার শুরুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। অপর দিকে জাসদের উদ্যোগেও প্রায়ত গোলাম সরোয়ারের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং শোক র্যালি অনুষ্ঠিত হয়। জাসদ কেন্দ্রীয় নেতা আনিছুজ্জামান আনিছের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, কার্যকরী সভাপতি জননেত্রী শেখ হাসিনা পরিষদ, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বাদল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র প্রায়ত গোলাম সারওয়ার বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট)’র এক সময় কৃতী ছাত্র ও পরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন।

Post Views: ০
|
|