|
স্কুলের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগিতার ও আশ্বাস
বানারীপাড়ায় শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বানারীপাড়া উপজেলাধীন ৫ নং সলিয়াবাকপুর ইউনিয়নের পূর্ব সলিয়াবাকপুর শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় চত্বরে জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়। মোঃ ছরোয়ার হোসেনের সঞ্চালনায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হারুন-অর রশীদের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউল হক মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ আলম মিলন মৃধা, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদ হোসেন, সলিয়াবাকপুর ওয়ার্ডের মেম্বর ও ম্যানেজিং কমিটির সদস্য আঃ আজিজ হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে মিন্টু বলেন, কোমল-মতি শিশুদের নিজ সন্তানের ন্যায় শিক্ষা না সু-শিক্ষা দিয়ে এখান থেকেই গড়ে তুলতে হবে। স্কুলের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগিতার ও আশ্বাস দেন।
মোঃ আনিছুর রহমান মিলন, অতিথি প্রতিবেদক
Post Views:
১০৭
|
|