Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ৮, ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » সাব-লিড-৪ » বানারীপাড়ায় রাস্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন’র দাফন সম্পন্ন 
Wednesday August 1, 2018 , 6:49 pm
Print this E-mail this

রবিবার বেলা ১ টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে

বানারীপাড়ায় রাস্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন’র দাফন সম্পন্ন


মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের গোয়াইলবাড়ী গ্রামের ৭১’এর মুক্তি সংগ্রামের রণাঙ্গনের বীর সেনানী আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন (৭২) গত রবিবার বেলা ১ টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল সকাল ৯ ঘটিকায় চাখার বাসষ্ট্যান্ড এ গার্ড অব অনারের মধ্যদিয়ে তার প্রথম নামাজে জানাজা হয়। এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া/উজিরপুর থানার সার্কেল এসপি আকরাম হোসেন ও বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান।  দ্বিতীয় নামাজে জানাজা সকাল ১০ ঘটিকায় তার নিজ বাড়িতে সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ পুত্র ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রহী রেখে যান। তাঁর বড় ছেলে পুলিশ সুপার, মেঝ ছেলে খাদ্য বিভাগের কর্মকর্তা এবং ছোট ছেলে ওসি। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে সমবেদনা জানান, বানারীপাড়া/উজিরপুর এর সাংসদ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, সাবেক সাংসদ আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা, ৭১’র রণাঙ্গনে এনায়েত হোসেনে যার সাথে শত্রুর মোকাবেলা করেছে বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান খান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহে আলম তালুকদার, বানারীপাড়া উপজেলা পরিষদের সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, শেখ হাসিনা পরিষদের কার্যকরী সভাপতি ও বরিশাল বিভাগ উন্নয়ন কমিটির সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন গোলন্দাজ, বানারীপাড়া পৌর সভার সাবেক মেয়র ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বেইজ কমান্ডার বাবু বেনী লাল দাস গুপ্ত, বানারীপাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু তরুন নারায়ন ঘোষ, চাখার ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খিজির সরদার, সলিয়া বাকপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হক মিন্টু, বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি এবং ‘আমরা মাদকের বিরোধী শক্তি’ বরিশাল জেলার আহ্বায়ক মোঃ আনিছুর রহমান মিলন। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আগামী বুধবার বাদ আছর মরহুমের রুহের মাগফিরাত কামনায় তার নিজ বাড়ীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে। উক্ত দোয়া মাহফিলে সকলকে উপস্থিত হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করেছেন তাঁর বড় ছেলে  পুলিশ সুপার জনাব মোঃ ইমরান হোসেন।




Archives
Image
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
Image
ঝালকাঠিতে ডাকাতি ও হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কুপিয়ে হত্যা
Image
মুখ খুললেন ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন শামীমা তুষ্টি
Image
আড়াই ঘণ্টা শাহবাগ অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ
Image
সীমান্তে পিঠ দেখাবেন না : বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা