|
আগামী জাতীয় সংসদ নির্বাচন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান
বানারীপাড়ায় মহান মে’দিবস পালন
গত মঙ্গলবার ছিল মহান মে’ দিবস। বানারীপাড়া উপজেলা শ্রমিক লীগ, বানারীপাড়া রিক্সা শ্রমিক ইউনিয়ন, বানারীপাড়া ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বানারীপাড়া সার্চ মানবাধিকার সংস্থা, মাহেন্দ্রা শ্রমিক ইউনিয়ন মহান মে’ দিবস পালন করেন। সকালে শ্রমিক সংগঠনের এক বিশাল রেলী বানারীপাড়া পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শ্রমিক লীগ আয়োজিত মে দিবসের আলোচনা সভায় অংশ নেয়। এ সময় রেলীতে অংশ নেন, বানারীপাড়া উপজেলা পরিষদের হ্যাট্রিক বিজয়ী ও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, সার্চ মানবাধিকারের সভাপতি বানারীপাড়া পৌর কমিশনার বিলকিস বেগম, সাবেক পৌর কমিশনার ও পৌ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান কামাল, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মাহফুজুল হক মাসুম, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, উত্তরপাড় ইউনিট সভাপতি জাহিদ সরদার সহ সকল সংগঠনের নেতা শ্রমিকবৃন্দ। বানারীপাড়া উপজেলা শ্রমিক লীগের আলোচনা সভায় শাহ আলমের সঞ্চালনায়, মোঃ শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সাংসদ এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন,সাবেক সাংসদ মোঃ মনিরুল ইসলাম মনি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ৯০’এর স্বৈরচার বিরোধী আন্দোলনের প্রণেতা কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শাহে আলম তালুকদার, সাবেক ছাত্রনেতা,সাবেক সিনেট সদস্য, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান খান, শেরে বাংলার দৌহিত্র এ কে ফাইয়াজুল হক রাজু, বানারীপাড়া পৌর সভার সাবেক হ্যাট্রিক বিজয়ী মেয়র, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সম্পাদক মাওলাদ হোসেন সানা, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দীন আহম্মেদ কিসলু, পৌর আওয়ামীলীগ সভাপতি বাবু সুব্রত লাল কুন্ডু, সম্পাদক সহিদুল ইসলাম সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আলোচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনেক গুরুত্ব বহন করে বলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান।

মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া প্রতিনিধি
Post Views:
১,৬৬৮
|
|