|
একটি সুশিক্ষিত জাতিই পারে একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে
বানারীপাড়ায় মহান বিজয় দিবসের আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ
মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়া উপজেলা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষক সম্মিলিতভাবে মহান বিজয় দিবস-২০১৮’র আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ করেন। গতকাল সকাল ১০ টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয়ের কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুল ইসলামের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহিদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে, বানারীপাড়া/উজিরপুর বরিশাল-২ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতিকের কান্ডারি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জনাব শাহে আলম তালুকদার। সভায় বক্তব্য রাখেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বানারীপাড়া পৌরসভার সাবেক সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জননন্দিত নেতা আলহাজ্ব গোলাম ফারুক, পৌরমেয়র সুভাষ চন্দ্র শীল, সাধারন সম্পাদক মাওলাদ হোসেন সানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা হোসেন ফ্লোরা, শরীফ উদ্দিন আহম্মেদ কিসলু, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ মাহামুদ হোসেন মাখম, সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাধারন সম্পাদক সহিদুল ইসলাম এবং কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি/সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষকমন্ডলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা সমাজের অহংকার, দেশকে জাতীর জনকের সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল ও উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মাণে শিক্ষদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। কারন একটি সুশিক্ষিত জাতিই পারে একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা প্রত্যেকে আপনাদের স্ব-স্ব প্রতিষ্ঠানে শিক্ষারথীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবেন এবং জাতির জনকের সোনার বাংলা এবং আমাদের মমতাময়ী মা’ জননেত্রী শেখ হাসিনার সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবেন।
Post Views:
১,০৯৩
|
|