প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বানারীপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষন অভিযানে জরিমানা ২৯ হাজার
Saturday May 5, 2018 , 6:34 pm
আমাদের এ অভিযান পরবর্তীতে আবারও চলবে – শাহ্ শোয়াইব মিয়া
বানারীপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষন অভিযানে জরিমানা ২৯ হাজার
বানারীপাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করা সহ পণ্যের গায়ে উৎপাদনের তারিখ-মেয়াদ ও এমআরপি না থাকায় ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। এ সময় তারা বন্দর বাজার ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে ভাক্তা অধিকার-সংরক্ষন আইন সর্ম্পকিত লিফলেট এবং প্যামপ্লেট বিতরন করেন। সোমবার দুপুরে বন্দর বাজারে ভোক্তা অধিকার ও সংরক্ষন অধিদপ্তর’র বরিশাল সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়ার নেতেৃত্বে এ অভিযান চালানোর পাশাপশি লিফলেট এবং প্যামপ্লেট বিতরন করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত বন্দর বাজারের মিষ্টি পট্টি ও মুদি মনোহারী দোকানে এবং উত্তরপার বাজারের লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করা ও পণ্যের গায়ে উৎপাদনের তারিখ-মেয়াদ এবং এমআরপি না থাকায় ৬টি প্রতিষ্ঠানের মালিককে নগদ ২৯ হাজার টাকা জড়িমানা করেন। এ ব্যাপারে ভোক্তা অধিকার ও সংরক্ষন অধিদপ্তর’র বরিশাল সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া বলেন, আমাদের এ অভিযান পরবর্তীতে আবারও চলবে।