তার এই মর্মান্তিক মৃত্যুতে আউয়ার গ্রামবাসী ও তার সহযোগী শ্রমিকগন শোক প্রকাশ করেন
বানারীপাড়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু
বানারীপাড়ার থানার আউয়ার গ্রামের লবনসরায় যথারীতি প্রতিদিনের ন্যায় সাইক্লোন সেল্টারে কাজে যোগদান করে সাইফুল ইসলাম। গতকাল রোজ রবিবার বিকাল পাচঁ ঘটিকায় ঘটে অঘটন সাইফুল ইসলাম সেদিন সেল্টালের বারন্ত রড কাটার দ্বায়িত্ব পায়। কিন্তু কিছু রড সে কর্তন করতে পারলেও একটি রড কেড়ে নেয় তার জীবনদ্বীপ। সে যখন ঐ রডটি কর্তন করতে স্পর্শ করে মুলত: স্পর্শের সাথে সাথেই সে মারা যায় যদিও উপস্থিত শ্রমিকগন তাকে উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থ্য কেন্দ্র পৌছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাইফুল ইসলাম তাহার মৃত্যুকালে বয়স হয়েছিলো মাত্র ১৯ বছর তার পিতার নাম সোবাহান আলী। মৃত সাইফুল ইসলামের বাড়ি রংপুর জেলাধীন গঙ্গাচড়া থানার বালাটারী গ্রামে। তার এই দুর্ভাগ্যজনক ভাবে বিদ্যুত পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুতে আউয়ার গ্রামবাসী ও তার সহযোগী শ্রমিকগন শোক প্রকাশ করেন।