|
বিভিন্ন বিদ্যালয়ে বাল্য বিবাহ ও শিশৃু সৃুরক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত
বানারীপাড়ায় বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭
বানারীপাড়ায় বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ বিষয়ক এ্যডভোকেসী সভা অনৃুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলা মিলনায়তনে বেসরকারী সংস্থা আভাস আয়োজিত অনৃুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফৃুল ইসলাম। অনৃুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের স্কৃুল ও মাদ্রাসা প্রধানদের উপস্থিতিতে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এর বিভিন্ন বিষয় আলোচনা হয়। আলোচনায় অংশ নেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম, একাডেমিক সৃুপার ভাইজার জংয়শ্রী কর, আভাস প্রকল্প সমন্বয়কারী সঞ্জয় বিশ্বাস, পিএম প্রদীপ দাস, প্রধান শিক্ষক আবৃুবকার ফকরৃুল আলম, জিয়াউল হাসান, মাহবৃুবৃুর রহমান, মাদ্রাসা সৃুপার আলী হোসেন, অধ্যক্ষ মাহমৃুদৃুল হাসান, কারিগরি স্কৃুলের প্রধান এস মিজানৃুল ইসলাম। সভায় বিভিন্ন বিদ্যালয়ে বাল্য বিবাহ ও শিশৃু সৃুরক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া প্রতিনিধি
Post Views:
১,৫১৬
|
|