|
জনগণ উৎফুল্ল চিত্তে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন এবং তার দীর্ঘ জীবন কামনা করেন
বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার বিতরণ
মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হক মিন্টু গতকাল ইউনিয়নের হত-দরিদ্র জনগণের মাঝে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া ঈদ উপহার বিতরণ করেন। ঈদ উপহারে ছিল, চাল, ডাল, তৈল, চিনি, চিড়া, লবন, মোমবাতি ইত্যাদি খাদ্য সামগ্রী। এ সময় জিয়াউল হক মিন্টু বলেন, দেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, দেশের মানুষ আজ পেট ভরে খেতে পারছে, দেশের সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষনা করেছে তাতেও সফলতা এসেছে, তাই আজ আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার ঘোষনা ৪১ সালের মধ্যে এ দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করতে হবে, তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসাতে কাজ করতে হবে। তিনি আরো বলেন, এই মুহূর্তে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলছে, আপনারা যে যেভাবে পারেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া-প্রতিবেশী যারা বরিশাল সিটিতে বসবাস করছে এবং সেখানের ভোটার তাদের কাছে আপনারা যাবেন এবং আমাদের জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে ভোট দিয়ে জয়যুক্ত করতে কাজ করবেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। ঈদ উপহার পেয়ে সাধারন জনগণ উৎফুল্ল চিত্তে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন এবং তার দীর্ঘ জীবন কামনা করেন।
Post Views:
১,৪০৬
|
|