প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানব-বন্ধন ও স্মারকলিপি প্রদান
Monday March 5, 2018 , 6:52 pm
উপজেলার সকল কেন্দ্রের F P I ও F W A উপস্থিত হয়ে মানব বন্ধনে অংশ নেন
বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানব-বন্ধন ও স্মারকলিপি প্রদান
বানারীপাড়া উপজেলার পরিবার পরিকল্পনা কেন্দ্রের F P I ও F W A গতকাল সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রের সামনে তাদের ৬টি দাবী আদায়ের জন্য মানব বন্ধন করেন এবং মহাপরিচালক বরাবরে বানারীপাড়া নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি দেন। এ সময় বানারীপাড়া উপজেলার সকল কেন্দ্রের F P I ও F W A উপস্থিত হয়ে মানব বন্ধনে অংশ নেন। তারা বলেন আমাদের যৌক্তিক দাবী মেনে নেয়া না হলে আরো কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবো। তাদের দাবী গুলো হলোঃ- ১। চলমান নিয়োগ-বিধির কাজ অতি দ্রুত সম্পন্ন করে ন্যায্য পদোন্নতি দিতে হবে । ২। মাঠ পর্যায়ে কর্মক্ষেত্রে সৃষ্ট জটিলতা স্থায়ীভাবে নিরসনের জন্য স্বাস্থ্য বিভাগীয় কাজ থেকে বিরত রাখতে হবে। ৩। F W A দের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। ৪। F P I ও F W A দের পদমর্যাদা অনুযায়ী বেতন স্কেল নির্ধারণ করতে হবে। ৫। F P I দের সিলেকশন গ্রেডসহ চাকুরী স্থায়ী করনের কাজটি সম্পন্ন করতে হবে। ৬। পূর্বে প্রচলিত বিধান মোতাবেক F W A দের F W V পদে ইন সার্ভিস ট্রেনিং এর সুযোগ ও ডেপুটেশনের মাধ্যমে পদায়নের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।