প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বানারীপাড়ায় ন্যাশনাল সার্ভিসের কর্মরতদের অবস্থান ধর্মঘট
Sunday January 28, 2018 , 5:56 pm
প্রাথমিকভাবে তাদের কাজের মেয়াদ বাড়াতে হবে দ্বিতীয়ত, তাদের জাতীয়করন করতে হবে
বানারীপাড়ায় ন্যাশনাল সার্ভিসের কর্মরতদের অবস্থান ধর্মঘট
২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারের একটা অংশ ছিল দেশকে বেকারমুক্ত করা। তারই ধারাবাহিকতা হিসেবে প্রায় দুবছর আগে শুরু করেছিল ন্যাশনাল সার্ভিস। জাতির জনকের সুযোগ্য উত্তরসূরি, মানবতার মা, জন-নেত্রী শেখ হাসিনা যাদের ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে প্রতিমাসে ছয় হাজার টাকা করে ভাতা দিয়ে আসছে তারাই আজ জন-নেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার পায়তারা করছে। গতকাল বানারীপাড়া উপজেলার ন্যাশনাল সার্ভিসের কর্মরতরা উপজেলা যুব-উন্নয়ন অফিসের সামনে তাদের দাবি বাস্তবায়নের জন্য অবস্থান ধর্মঘট করে। তাদের দাবী প্রাথমিকভাবে তাদের কাজের মেয়াদ বাড়াতে হবে দ্বিতীয়ত, তাদের জাতীয়করন করতে হবে। এ সময় বানারীপাড়া উপজেলা পরিষদের হ্যাট্রিক বিজয়ী ও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক সেখানে এসে তাদের সাথে কথা বলেন এবং তাদের দাবীর কথা শোনেন। গোলাম ফারুক তাদের আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকারের বিধানে যদি মেয়াদ বাড়ানোর কোন নিয়ম থাকে তবে বানারীপাড়ায়ও মেয়াদ বাড়ানোর জন্য সুপারিশ করা হবে। আন্দোলনরত কর্মরতরা আগামী রবিবার আবারও উপজেলা চত্বরে জমায়েত হয়ে স্মারকলিপি দেওয়ার কথা ঘোষনা দেয়।