আপনাদের সাথে নিয়ে নৌকা প্রতিক বিজয়ী করেই ঘরে ফিরে যাব ইনশাল্লাহ – মীরা
বানারীপাড়ায় নৌকার পক্ষে ভোট চাইলেন সৈয়দা রুবিনা আক্তার মীরা
মোঃ আনিছুর রহমান মিলন : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বানারীপাড়া/উজিরপুর (বরিশাল-২) আসনের মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী, ঢাকার রাজপথ কাঁপানো স্বৈরশাসকদের আতংক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী বানারীপাড়া উপজেলায় প্রত্যান্ত অঞ্চলে ঘুরে ঘুরে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী যেই হোক না কেন তাকেই নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান। তিনি এ সময় জননেত্রীর শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের কথা জনগনের কাছে তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনা এ আসন থেকে আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে নিশ্চিত বিজয়ী হব ইনশাল্লাহ। আর আমাকে মনোনয়ন না দিলেও আগামী নির্বাচনে যেই মনোনয়ন পাবে আমি আপনাদের পাশে থেকে তার পক্ষে, নৌকার পক্ষে, শেখ হাসিনার পক্ষে কাজ করে যাব এবং আপনাদের সাথে নিয়ে নৌকা প্রতিক বিজয়ী করেই ঘরে ফিরে যাব ইনশাল্লাহ।