মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নে জুলআসফিয়া মেমোরিয়াল হাসপাতাল ও প্রবীন হিতোষী সংঘ (প্রবীন হাসপাতাল) এবং বানারীপাড়া ডায়াবেটিক সমিতির উদ্দ্যোগে বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য ভ্রাম্যমান ক্যাম্পেইন শুরু করেন। গতকাল সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদে এ ক্যাম্পেইন এর শুভ উদ্ধোধন করেন সলিয়াবাকপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হক মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এ্যাডঃ আব্দুল জলিল হাওলাদার, ইউপি সদস্য আঃ আজিজ হাওলাদার, মোঃ শাহজাহান সরদার, মোঃ জাহাংগীর সরদার, মোঃ মনির হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা খানম রানু সহ গণমান্য ব্যক্তিবৃন্দ। এখানে রোগ নির্ণয় করতে আসা সাধারণ জনগণ নামমাত্র মূল্যে (মাত্র ৫০ টাকায়) ৩টি রোগের পরীক্ষা করাতে পেরে প্রতিষ্ঠাতা আব্দুল জলিল হাওলাদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করেন।