Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ২৫, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বানারীপাড়ায় ছাত্রলীগ নেতাদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 
Tuesday August 28, 2018 , 9:51 pm
Print this E-mail this

আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে, তারা এই মুহুর্তে আত্মগোপন করে আছে

বানারীপাড়ায় ছাত্রলীগ নেতাদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


মোঃ আনিছুর রহমান মিলন : বানারীপাড়ায় আওয়ামীলীগ ও যুবলীগ নেতাদের হামলায় ৪ ছাত্রলীগ নেতা আহত হওয়ার প্রতিবাদে গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বানারীপাড়ায় প্রধান সড়কে বানারীপাড়া উপজেলা ও পৌর ছাত্রলীগ মানব বন্ধন করেন। এ সময় পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল বক্তব্যে ছাত্রলীগ নেতাদের উপর হামলার সাথে জড়িত এবং এদের মদদ দাতাদের  গ্রেফতার করে অবিলম্বে আইনের কাঠগড়ায় দাড় করাতে প্রশাসনের প্রতি আহ্ববান জানান, সাথে সাথে রাসেল দলীয় সংসদ সদস্য ও সিনিয়র নেতাদের প্রতিও ঐ সকল সন্ত্রাসীদের দল থেকে বহিষ্কারের আহ্ববান জানান, অন্যথায় আরও কঠিন কর্মসূচী নিতে বানারীপাড়া উপজেলা ও পৌর ছাত্রলীগ বাধ্য হবে। আরও বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা সুমন দেবনাথ, মাসুম বিল্লাহ, রনি, মনির, সাদ্দাম সহ আরও অনেকে। মানব বন্ধন শেষে রাসেল মালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে বানারীপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। আহতদের মধ্যে গুরুতর আহত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারের অবস্থার কিছুটা উন্নতি হলেও সম্পুর্ন সুস্থ হতে অনেক সময় লাগবে বলে চিকিৎসকের ধারনা কারন তার একটি হাতের হাড় ভেঙে উপরে উঠে যায় এবং ঘাড়ের এক পাশেও হাড়ে সমস্যা দেখা গেছে। সে এখনও চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। হামলাকারী ইউনিয়ন যুবলীগের আহবায়ক জিয়াউদ্দিন জুয়েল ফকিরকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করলেও অন্য আসামীরা এখনও ধরা ছোঁয়ার বাহিরে রয়ে গেছে। আহত ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকি জানায় তার পরিবারের উপর আসামীরা হুমকি দিয়ে যাচ্ছে, আসামীদের গ্রেফতার করতে না পারলে যেকনো সময় তার পরিবারের সদস্যদের উপর হামলা করতে পারে। সুমন সিদ্দিকি বানারীপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বানারীপাড়া থানার ওসি তদন্ত ফারুক খান বলেন আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে, তারা এই মুহুর্তে আত্মগোপন করে আছে। গত রবিবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে  উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জের ধরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারের ওপর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান রুম্মনের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জিয়াউদ্দিন জুয়েল ফকির ও ইউপি সদস্য সোহেল সহ ১০/১২ জন ক্যাডার মটরসাইকেল যোগে এসে অর্তকিত হামলা চালায়। এসময় ফোরকানের সঙ্গে থাকা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন মহসিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী ও ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকীকেও মারধর করা হয়। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরে উন্নত চিকিৎসার জন্য ফোরকান আলী হাওলাদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়।




Archives
Image
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে : ড. ইউনূস
Image
বরিশালে ছিনতাই মামলায় ছাত্রদল নেতা কারাগারে
Image
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বরিশালে কঠোর অবস্থানে বিআরটিএ
Image
ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুন আর নেই
Image
সচিবালয় এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০