জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাল্লাহ
বানারীপাড়া ক্যাপ্টেন এম মোয়াজ্জেম’র নির্বাচনী শো-ডাউন
মোঃ আনিছুর রহমান মিলন : আগামী একাদশ জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে বানারীপাড়া/উজিরপুর (বরিশাল-২) আসনে চলছে প্রার্থীদের গণসংযোগ, কুশল বিনিময় এবং শো-ডাউন। বানারীপাড়া/উজিরপুর আসনে এবার প্রার্থী তালিকায় রয়েছে অনেক হেভিওয়েট প্রার্থী। সবাই যে যার আঙ্গিকে প্রচার প্রচারনায় ব্যাস্ত। গতকাল সকাল ৯টায় ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল তার বাড়ী সলিয়াবাকপুর থেকে মটর সাইকেল যোগে শো-ডাউন শুরু করেন। প্রথমে বানারীপাড়া পৌর শহর প্রদক্ষিন করে উজিরপুর উপজেলায় যায়। উজিরপুরে যাওয়ার পরে সেখান থেকেও শতাধিক মটর সাইকেল একত্রিত হয়। প্রায় ৩ শতাধিক মটর সাইকেল ৪টি মাইক্রবাস সহ শোভা যাত্রা করেন। শোভাযাত্রা শেষে হারতায় জনসভা করেন। ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বানারীপাড়া/উজিরপুর, বরিশাল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে অনেকেই আত্মপ্রকাশ করেছেন। অনেকেই গন-সংযোগ করে তাদের প্রার্থিতা জনগনের কাছে তুলে ধরছেন। আমিও একজন প্রার্থী হিসেবে গনসংযোগ করছি। মনোনয়ন দেয়ার মালিক আমাদের জননেত্রী শেখ হাসিনা। আমাকে মনোনয়ন দিলে আমি সবাইকে নিয়ে মাঠে কাজ করব, আর আমি মনোনয়ন না পেলে নেত্রী যাকেই মনোনয়ন দিবে আমি তার পক্ষেই কাজ করে যাব।আমরা সবাইতো একই নৌকার লোক। আমরা সবাই সবার ভাই হয়ে কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাল্লাহ।