|
বানারীপাড়ায় রাজু নামে এক মাদক ব্যাবসায়ী আটক
বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে প্রাথমিক বিদ্যালয় বিধস্ত
বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে প্রাথমিক বিদ্যালয় বিধস্ত
গতকাল বেলা ১২ টার সময় বানারীপাড়ায় আকস্মিকভাবে কালবৈশাখীর ঝড়ে আঘাত হানে। উত্তর পশ্চিম দিক থেকে এ কালবৈশাখী ঝড়ে বানারীপাড়ার ইলুহার ইউনিউনের পূর্ব মলুহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উপর গাছ পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাজাহান হাওলাদার জানান, এ বিদ্যালয়ের ভবন অনেক পুরতন হওয়ায় ভবনের উপর ঝড়ে চাম্বল গাছ ভেঙে পড়ায় অনেক ক্ষতিগ্রস্থ হয়। স্কুলের প্রধান শিক্ষক মোসাঃ জেসমিন বেগম বলেন ভবনটি অনেক নাজুক হওয়ায় স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে ঝুকিপূর্ন পরিবেশে পাঠদান চালিয়ে যেতে হয়। ঝড়ে স্কুলের গ্রীল ভেঙে মোটা গাছ ভিতরে চলে আসে। আল্লাহর অশেষ মেহেরবানী কেউ কোন আঘাত প্রাপ্ত হয়নি। দুই শতাধিক ছাত্র ছাত্রী নিয়ে এ বিদ্যালয়টি খুব সুনামের সাথেই পরিচালিত হয়ে আসছে। জরুরী ভিত্তিতে এ বিদ্যালয়ে একটি নতুন ভবনের দাবী করছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাজাহান হাওলাদার।
বানারীপাড়ায় রাজু নামে এক মাদক ব্যাবসায়ী আটক
বানারীপাড়া উপজেলার ৫নং সলিয়া বাকপুর ইউনিউনের আহাম্মাদাবাদ বেতাল গ্রামের আব্দুল মন্নান ব্যাপারীর পুত্র আবিদ হাসান রাজুকে (১৯) গতকাল দুপুরে বানারীপাড়া থানার সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমানের মাদক বিরোধী বিশেষ অভিযানে এস, আই, শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এ এস আই আল-আমিন, এ এস আই শাহীন ও অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে রাজুকে আহাম্মাদাবাদ বেতাল থেকে আটক করেন। এ সময় তার সাথে থাকা ৫০ গ্রাম গাজা ও ১০ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন জঙ্গী, সন্ত্রাস, মাদক ও ইভটিজিং এর ব্যাপারে আমি শুধু জিরো টলারেন্সেই নই, বানারীপাড়া উপজেলাকে আমি ১০০% জঙ্গী, সন্ত্রাস, মাদক ও ইভটিজিং মুক্ত উপজেলা উপহার দেওয়ার অঙ্গীকার নিয়েই যোগদান করেছি ইনশাল্লাহ।
মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া প্রতিনিধি
Post Views:
১,৪১৬
|
|