প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মধ্যদিয়ে সারাদেশ ব্যাপী এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন
বানারীপাড়ায় উন্নয়ন মেলার উদ্বোধন করেন এমপি ইউনুস
বানারীপাড়া উপজেলা প্রশাসন উপজেলা চত্বরে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন বরিশাল–২ আসনের সাংসদ এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। গতকাল সকাল ১০টায় বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মধ্যদিয়ে সারাদেশ ব্যাপী এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন। বানারীপাড়ায় উন্নয়ন মেলা উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (সহকারী কমিশনার ভুমি) বিপুল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলার গরীব দুঃখীর কাছের মানুষ, বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা। মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা হোসেন ফ্লোরা। আলোচনা শেষে সংসদ সদস্যর নেতৃত্বে বানারীপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন ।