প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বানারীপাড়ার সৈয়দকাঠীতে দুই জেলে পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৬
Friday February 23, 2018 , 8:39 pm
এখন পর্যন্ত কোন মামালা দায়ের না হলেও উভয় পক্ষে মামলা করার প্রস্তুতি চলছে
বানারীপাড়ার সৈয়দকাঠীতে দুই জেলে পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৬
বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সাত-বাড়িয়ায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু’জেলে পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়ে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সূত্রমতে জানা যায়, গতকাল সকালে সঞ্জয় মণ্ডল নামে এক জেলে সাত-বাড়িয়ায় নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গেলে সেখানে জায়গা নিয়ে সদানন্দ নামে অন্য জেলে ঐ জায়গায় জাল ফালাতে নিষেধ করে। তার নিষেধ অমান্য করে সঞ্জয় মন্ডল সেখানেই জাল ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে সদানন্দ সঞ্চয় মন্ডলকে ঘাড় ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। সঞ্জয় মন্ডলের সাথে থাকা সুমন্ত পাল, তপন দৈউরি, রতন দৈউরি সঞ্জয় মন্ডলকে নদী থেকে উদ্ধার করে সদানন্দের উপর চড়াও হইলে সদানন্দ তার পক্ষের লোকজনকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলে। সদানন্দের লোকজন আসার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের শুরু হয়। এতে উভয় পক্ষের ১০/১২ জন আহত হয়। সঞ্জয় মন্ডলের পক্ষের ৬ জন বানারীপাড়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন। এর মধ্যে দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। সদানন্দের পক্ষের লোক অন্যত্র চিকিৎসার জন্য গেছে বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামালা দায়ের না হলেও উভয় পক্ষে মামলা করার প্রস্তুতি চলছে।